Sylhet View 24 PRINT

জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৬-১২-২৮ ১৪:১০:৪৯

আগামী জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশের চেক গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

আবুল মাল আব্দুর মুহিত বলেন, ‘জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বছর অর্থনীতির অবস্থা খুব ভালোভাবে যাচ্ছে। যদিও অর্থবছরের প্রথম ছয়মাস পার হয়েছে, আরও ছয়মাস বাকি আছে। অর্থবছর শেষে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘সাধারণ বীমা করপোরেশন তাদের লভ্যাংশের ৩০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। গত বছর এর পরিমান ছিলো ২৫ কোটি টাকা। আগামী বছর সাধারণ বীমা করপোরেশনের কাছ থেকে এর চেয়ে বেশি লভ্যাংশ পাবো বলে আশা করছি।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.