Sylhet View 24 PRINT

বাড়ল স্বর্ণের দাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-২৮ ০০:৫৫:৪৭

দেশের বাজারে ভরিতে এক হাজার ৩৪২ টাকা পর্যন্ত বাড়ল স্বর্ণের দাম।  শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ১২২ টাকা দরে। গত ৮ মে থেকে এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৫ হাজার ৮৯৮ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ১ হাজার ২২৪ টাকা বেড়েছে।

২২ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণেরও। বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৩ হাজার ৮৫৬  টাকা থেকে এক হাজার ৩৪২ টাকা বেড়ে বিক্রি হবে ৪৫ হাজার ১৯৮ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৮ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ৩৮ হাজার ৬৬৬ টাকা।

অন্যদিকে, সনাতন স্বর্ণ ভরিপ্রতি ২৪ হাজার ৮৪৪ টাকা থেকে ৮১৭ টাকা বেড়ে বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকায়।

এদিকে, সব ধরনের স্বর্ণের দর বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে দেশে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.