Sylhet View 24 PRINT

'আমি ডিজিটাল বুঝি না'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-১৫ ০০:৪৫:২৩

মালেক আফসারী :: যুদ্ধে জেতার জন্য গোলা বারুদ কোন দেশ থেকে আনলাম তা বড় কথা নয়। যুদ্ধে জয় করা বড় কথা। আমি ডিজিটাল বুঝি না। আমি সিনেমার টেকনিকাল সাইড বুঝি। আর... মানুষের বুকের কোন কোনায় কান্না জমে থাকে তা ভালো করে বুঝি।

আপনি একটি ভালো উপন্যাস পড়লে নিশ্চয়ই  বন্ধুদের পড়তে দিবেন। আমি'ও একটি ভালো সিনেমা দেখলে বন্ধুদের দেখার সুযোগ করে দেই। মানুষের জীবনের গল্প নকল হয় না। সব চোখের পানি দেখতে একি রকম। ব্যাথাটা আলাদা। আমার অন্তর জ্বালা আলাদা।

আর ১ দিন। আমরা যতই চ্যানেলে চ্যানেলে ঘুরে ঘুরে চাপাবাজি করি না কেনো। পত্রিকায় যতই ভালো লেখালেখি করুক না কেনো। ছবি চলে মুখের পাবলিসিটিতে। ছবি দেখে একজন আরেকজনকে যখন বলে ছবিটা ভালো। তখনই ছবি হিট হয়। 

সবাই নিজের ছবির ঢোল পিটায় কিন্তু  সবার ছবি হিট হয় না। ছবি চলে ছবির গুনে। অন্তর জ্বালা'র আসল পাবলিসিটি শুরু হবে শুক্রবার মর্নিং শো চলার পর। অন্তর জ্বালা।

(মালেক আফসারীর ফেসবুক থেকে সংগৃহীত)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.