Sylhet View 24 PRINT

ইজতেমায় ৫০টি বাস দেয়ার পরও মন খারাপ ডিপজলের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১১ ০০:৪৬:৩১

বিশ্ব ইজতেমায় মুসল্লীদের জন্য নিজস্ব প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে ৫০টি বাস দেবেন ঢালিউড অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের কষ্ট লাগব করতেই এসব বাস দেয়া হচ্ছে।

এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ব ইজতেমায় ডিপজল ১৯৫টি বাস দিয়েছিলেন। যার ফলে দেশের দূর দূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নেয়।

ডিপজল বলেন, এ বছর আমাকে একসাথে ৮৮টি বাস বিক্রি করে দিতে হয়েছিল। তাই খুব বেশি বাস এবার ইজতেমায় দিতে পারছি না। এবার আমি ৫০ টি বাস দিতে পারছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.