Sylhet View 24 PRINT

যতটুকু মনে পড়ে নম্বরটা +৯১ ছিল: ফারিয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২৪ ০০:২৮:২৬

সারাজীবন আমি বাংলা ইংরেজি আর হিন্দি ছবি দেখেছি।  কলকাতার ছবি দেখার সুযোগ হয়নি।  কলকাতার ছবি কি দেখা দেখা ফরজ? দেখতেই হবে না দেখলে মহাপাপ? জানতাম না।

রাজ চক্রবর্তী খুব একটা দূরের না। চাইলেই যে কেউ তাকে নক করে জানতে চাইতে পারেন, তিনি আমাকে স্ক্রিন টেস্টের জন্য কলকাতা ডেকেছিলেন নাকি... আর আমি হাবার মতোন তাকে বলেছিলাম আমি তো ভাইয়া কলকাতার ছবি দেখি না।  আর ধরেই নিয়েছিলাম, এটা কোনো ভুয়া কল।

কিন্তু উনি আমার উত্তর শুনে অনেক রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন এটা কীভাবে সম্ভব যে আমি তাকে চিনি না।  এই সংবাদ অনেক আগেই আমি দিছি।

উনি বলছিলেন, বাংলাদেশের সেলিব্রেটি হয়ে কেমনে আমি তাকে চিনি না।  তার করা অনেক ছবির নামও বলেছিলেন কিন্তু আমি তো কলকাতার ছবি দেখিই না। উনি এটাও বলেছিলেন বাংলাদেশ থেকে ওনারা আরও একজনকে ডাকবেন স্ক্রিন টেস্টের জন্য।

কিন্তু আমি বোকার মতোন না করে দিয়েছিলাম। পরে জেনেছি অনেক বড় মাপের পরিচালক উনি... এবং পরে আপসোস হয়েছে... বোকামির জন্য।

এত বড় পরিচালককে নিয়ে মিথ্যাচার করবো ধরা পরার ভয়ও পাবো না? কিন্তু সবার এত জ্বলতেছে আল্লাহ! দয়া করে আপনারা কেউ ওনাকে কল দেন এত বড় পরিচালক নিশ্চয়ই মিথ্যা বলবেন না... এবং যতটুকু মনে পড়ে নম্বরটা +৯১ ছিল।  আমি মিথ্যা বলে থাকলে আমার যাতে শাস্তি হয়... আহারে জ্বলন।

(ফারিয়া শাহরিনের ফেসবুক থেকে সংগৃহীত)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.