Sylhet View 24 PRINT

হজের পর ছোট পোশাকে অভিনয় করবেন না জয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৩ ০০:৩২:১৫

বাবা মাকে নিয়ে ওমরা হজ করতে গেছেন নায়িকা জয়া চৌধুরী। সোমবার বিমানে বেলা ৩টায় তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় তিনি এনটিভি অনলাইনকে জানান, হজ থেকে ফিরে ছোট পোশাকে আর অভিনয় করবেন না।

জয়া বলেন, ‘বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল এবার হজটা করা দরকার। দেরি না করে বাবা মাকে নিয়ে রওনা হলাম। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে ওমরা হজটা পালন করতে পারি। আমি কয়েক মাস ধরে নিয়মিত নামাজ পড়ছি। যাই করি এখন থেকে নামাজ কালাম করেই করব।’

হজ করার পর চলচ্চিত্রে অভিনয় চালিয়ে গেলেও শর্ত আছে জয়ার। বলেন, ‘অবশ্যই অভিনয় করব। কারণ যেকোনো কাজই সঠিকভাবে করাটা এবাদত। তবে আমি ফিরে ছোট পোশাকে কোনো অভিনয় করব না। কারণ আমরা মুসলিম দেশে বাস করি। এখানে এমন কোনো গল্প নিয়ে ছবি নির্মাণ হয় না যেখানে ছোট পোশাকে অভিনয় করতে হবে। ছবির দুর্বলতা ঢাকতে আমাদের ছোট পোশাক পরিয়ে নিজের ছবির কাটতি বাড়াতে চায় পরিচালকরা। আমি অভিনয় করব কিন্তু নিজের দেহ দেখাতে যাব না। প্রয়োজন হলে নিজের আয়ত্বের ভেতর যে ছবিগুলো আছে সেগুলোতে কাজ করব।’

‘ফুলবানু’ ছবিতে আপনার জয়ার একটি আইটেম গান করার কথা রয়েছে। সে প্রসঙ্গে জয়া বলেন, ‘আইটেম গানে কেন ছোট পোশাক পরতে হবে? কোন পোশাক পরতে হবে সেটা তো গানের প্রেক্ষাপটের ওপর নির্ভর করে। আমার যে গানটি বাকি আছে সেখানে আমি এরাবিয়ান ড্রেস পরে অভিনয় করতে পারব। আমি পরিচালকের সাথে এরই মধ্যে কথা বলেছি। আর ‘বাঘিনী’ ছবিতে আমি মূলত পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছি। যে কারণে সেখানে কোনো ছোট পোশাক পরতে হবে না। আমি ‘বাঘিনী’ ছবির পরিচালকের সাথেও কথা বলেছি।’

জয়া আরো বলেন, ‘প্রয়োজন হলে অভিনয় ছেড়ে দেব, তবু ছোট পোশাকে অভিনয় করব না। আসলে আমরা তো আর  টাকার জন্য এখানে কাজ করতে আসিনি। মনের খোরাকের জন্য এসেছিলাম। আমি অভিনয় অনেক ভালোবাসি, পরিবেশ পেলে সারাজীবন অভিনয় করতে চাই।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.