Sylhet View 24 PRINT

এবার বিদেশি শিল্পীদের নিয়ে শুটিং বিতর্কে অনন্য মামুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ০০:২৪:৫৬

পরিচালক অনন্য মামুন আবারো বির্তকে জড়িয়েছেন। আজ মঙ্গলবার আবারও একটি কাজ নিয়ে অভিযোগ উঠল এই পরিচালকের বিরুদ্ধে। সেটা অবশ্য শুধু অভিযোগেই শেষ হয়নি, অনিয়মের কারণে ভারতীয় অভিনেত্রীদের নিয়ে চলা শুটিং বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি।

জানা গেছে, সিঙ্গাপুরের একটি অ্যাপের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন অনন্য মামুন। আর এই ওয়েব সিরিজে অভিনয় করছেন কলকাতার তিন অভিনেত্রী। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর উত্তরার স্বপ্নীল শুটিং ফ্লোরে ওই তিনজনসহ বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে শুটিং করছিলেন অনন্য মামুন। কিন্তু বাংলাদেশে কাজের ক্ষেত্রে কলকাতার অভিনেত্রীদের ‘ওয়ার্ক পারমিট’ না থাকায় শুটিং বন্ধ করে দিয়েছেন ডিরেক্টর গিল্ডস-এর সাধারণ সম্পাদক পরিচালক এস এ হক অলিক।

এ সম্পর্কে এস এ হক অলিক বলেন, ‘সকাল বেলায় আমি শুনেছি বিদেশি শিল্পী নিয়ে মামুন কাজ করছেন, যাদের ওয়ার্ক পারমিট নাই। এটা তো অনিয়ম। ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি শিল্পী কেন কাজ করবে?’

অলিক আরও বলেন, ‘এই খবর শুনে আমি তার সেটে যাই। ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে বিদেশি আর্টিস্ট কাজ করতে পারবে না বলে জানিয়ে দেই। এরপর তাদের অংশের শুটিং বন্ধ হয়ে যায়। এখন শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়ে শুটিং চলছে। বিদেশি শিল্পীদের অংশের শুটিং বন্ধ।’

পরবর্তী সময়ে আবারও যদি ওয়ার্ক পারমিট ছাড়া এই ওয়েব সিরিজের শুটিং করা হয় সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে এস এ হক অলিক বলেন,‘আমি যতটুকু জানি শুটিং করবে না। আর যদি করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

এ প্রসঙ্গে অনন্য মানুন বলেন, ‘সিঙ্গাপুর, কলকাতা এবং বাংলাদেশে এই ওয়েব সিরিজের শুটিং হয়েছে। এর কাজ প্রায় শেষের দিকে। আমি তো জানতাম না ওয়েব সিরিজে বিদেশি শিল্পীদের নিয়ে শুটিং করতে হলে অনুমতি নিতে হয়। অলিক ভাই এসে যখন আমাকে শুটিং বন্ধ করতে বলেছেন, আমি তখন দেশের বাইরের শিল্পীদের অংশের শুটিং বন্ধ করে দিয়েছি।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.