আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংসদে শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২১ ২০:৩৮:৫৪

সিলেটভিউ ডেস্ক:: দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়েছে। রোববার বিকালে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


সদ্যপ্রয়াত ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু ছাড়াও সাবেক সংসদ সদস্য, দেশী-বিদেশি বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে রোববার সংসদে শোক প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হয়।

প্রসঙ্গত, চলতি দশম সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ২৮ জানুয়ারি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করতে হলে তা সংসদের মেয়াদ পূরণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে করার কথা রয়েছে।

সাংবিধানিক এই হিসাব অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর রোববার থেকে সেই ৯০ দিনের ক্ষণগণনা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দশম সংসদের এ শেষ অধিবেশন চলবে।

সিলেটভিউ ২৭ডটকম/ ২১ অক্টোবর ২০১/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন