Sylhet View 24 PRINT

কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেলে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ১১:৩৪:২১

কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলার আলোচিত অনুষ্ঠান 'সা-রে-গা-মা-পা'-তে বাংলা ব্যান্ডসংগীতের অন্যতম অগ্রপথিক আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানানো হয়েছে। রবিবার দিবাগত রাতে প্রচারিত অনুষ্ঠানে তার অকাল মৃত্যুতে শোক জানানো হয়।

শোক বাণীতে লেখা হয়, মহান শিল্পী আইয়ুব বাচ্চুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি....'!

অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিযোগী নোবেল আইয়ুব বাচ্চুর 'হাসতে দেখো গাইতে দেখো' গানটি পরিবেশন করেন। তার পারফর্মেন্স মুগ্ধতা ছড়িয়েছে অনুষ্ঠানের তিন বিচারকদের মাঝে।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। গত বৃহস্পতিবার সকালে মাত্র ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সঙ্গীতজগতের এই মহাতারকা।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.