আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের দাবি বুলবুল পুত্রের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১২:৫৯:৩৩

সিলেটভিউ ডেস্ক ::  আহমেদ ইমতিয়াজ বুলবুলের একমাত্র ছেলে সামীর আহমেদ বলেন, ‘আমার অনুরোধ থাকবে বাবাকে যেনো মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। যেন দেশবাসী ওনাকে স্মরণ করতে পারেন।’

মঙ্গলবার সকালে ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল।
মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

সৌজন্যঃ বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এমএইচআর


শেয়ার করুন

আপনার মতামত দিন