Sylhet View 24 PRINT

বইমেলায় হিরো আলমের লেখা বই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৭ ১৫:২০:৩৩

 'দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো' না, এটা কোনো স্লোগান নয়। এটি একটি বইয়ের নাম। আর জীবনী বিষয়ক সেই বইটি লিখেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সৌরভ আলম সাবিদের সম্পাদনায় বইটি বাজারে এনেছে তরফদার প্রকাশনী। এটি অমর একুশে গ্রন্থমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটিতে হিরো আলমের জীবনের উত্থান-পতনের নানা দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আগামী ১১ তারিখ থেকে হিরো আলম বইমেলায় বসে ভক্তদের অটোগ্রাফ দেবেন বলেও জানিয়েছেন লেখক নিজেই।

বই লেখার বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেছেন, 'আমার সম্পর্কে না জেনেই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়। কিন্তু পর্দার ওপারে হিরো আলমকে কয়জন চেনেন?'
বইটি অন্তত একবার পড়া কিংবা খুলে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'আমার জীবনটা কতটুকু কষ্টের মধ্যে পার হয়েছে এবং কতটুকু পরিশ্রমের মাধ্যমে আমি হিরো আলম হয়েছি সেটা কেবল আমি জানি। তবে বইটি পড়লে আপনারাও সেটা জানতে পারবেন। এতটুকু পারি, বইটি পড়ার পর আপনারা আমাকে নিয়ে আর হাসি-ঠাট্টার পরিবর্তে উৎসাহ দেবেন।

বইমেলার পাশপাশি বইটি অনলাইন বিপনন প্রতিষ্ঠান রকমারি ডটকমে (https://www.rokomari.com/book) পাওয়া যাবে।
সৌজন্যেঃ বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.