Sylhet View 24 PRINT

জনপ্রিয় জাপানি অভিনেত্রীর ‘আত্মহত্যা’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৭ ১৪:১৪:৪৭

সিলেটভিউ ডেস্ক :: জাপানের পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ইউকো টেকুচির মৃতদেহ উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। টোকিওর শিবুয়া ওয়ার্ডের বাসা থেকে রবিবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। জাপানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

জাপান টাইমস জানিয়েছে, ৪০ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ। তবে তারা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করছেন।

টেকুচির স্বামী ৩৫ বছর বয়সী অভিনেতা তাইকি নাকাবায়শি জানিয়েছেন, তিনি অ্যাপার্টমেন্টের শয়নকক্ষে রাত দুইটার দিকে টেকুচির মৃতদেহ দেখতে পান।

সূত্র জানিয়েছে, টেকুচির কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, টেকুচি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিন বছর সেরা অভিনেত্রী হিসেবে জাপানি একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

তিনি এইচবিও’র জাপানি মিস শার্লক চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৯৯ সালে হরর ফিল্ম রিঙ্গুতে একটি সংক্ষিপ্ত ভূমিকা পালন করেছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.