Sylhet View 24 PRINT

আবারো ক্যানসারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৬ ২১:৪৪:২২

সিলেটভিউ ডেস্ক :: আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো, কাজে এলো না প্রার্থনা। মারণরোগ ক্যানসার আবারো বাসা বেঁধেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শরীরে। আপতত সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের লিডিং লেডি অভিনেত্রী।

ঐন্দ্রিলার ডানদিকের ফুসফুসে টিউমার ধরা পড়বার খবর সামনে আসে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি), এরপর অপেক্ষা চলছিলো বায়োপসি রিপোর্টের। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সেই রিপোর্ট স্পষ্ট করে দিলো পাঁচ বছর পর আবারো ক্যানসার থাবা বসিয়েছে অভিনেত্রীর শরীরে।

ঐন্দ্রিলা এর আগে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হন ২০১৫ সালে। প্রায় দেড় বছরের লড়াই পেরিয়ে ক্যানসার জয়ী হন ঐন্দ্রিলা। ১৬টি কেমো আর ৩৩টি রেডিয়েশনের পর গতবার ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছিলেন ঐন্দ্রিলা।

জানা গেছে, সরস্বতী পুজোর আগের দিন ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। সেইদিন শুটিং ছিলো ঐন্দ্রিলার, তবে বাধ্য হয়েই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন তিনি। ঐন্দ্রিলার দিদি, যিনি নিজে একজন চিকিত্সক তার পরামর্শেই কিছু ওষুধ খান নায়িকা, তবে কাজ হয়নি। এরপর রোববার চিকিৎসার জন্য দিল্লি পৌঁছান অভিনেত্রী। আপতত দিল্লির অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে হাসপাতালের বিছানা থেকেই ইনস্টাগ্রামে লাইভ আসেন ঐন্দ্রিলা, তখনো হাতে আসেনি বায়োপসির রিপোর্ট।

অনুরাগীদের নিজের পরিস্থিতির কথা জানিয়ে প্রার্থনা করতে বলেন ঐন্দ্রিলা। কান্না ভেজা গলায় অভিনেত্রী বলেন, ইশ্বরের কাছে তোমরা সবাই একটু প্রার্থনা করো যাতে রিপোর্টটা ভালো আসে।

একথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, তোমরা জানো পাঁচ বছর অনেক সহ্য করেছিলো.. এখন আর সেই শক্তি নেই।

বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার জার্নি সত্যি রূপকথার মতো। আগেরবার ক্যানসারকে হাসিমুখে হারিয়েছিলেন ঐন্দ্রিলা, ছোটপর্দায় ‘ঝুমুর’র সঙ্গে শুরু অভিনেত্রীর কেরিয়ার। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেন ঐন্দ্রিলা। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ ছবিতে অভিনেতা জিৎ এর বোনের ভূমিকায় দেখা গিয়েছিলো ঐন্দ্রিলাকে।

এছাড়াও পরিচালক অমিত দাসের আসন্ন একটি ছবিতে রুপোলি পর্দায় লিড দেখা যাবে অভিনেত্রীকে।

ঐন্দ্রিলার ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে মন খারাপ অনুরাগীদেরও। তবে নায়িকা দ্বিতীয়বারও মারণরোগকে হারিয়ে ফিরে আসবেন, প্রার্থনা করছেন সকলে।



সিলেটভিউ২৪ডটকম/পূর্বপশ্চিমবিডি /জিএসি-২৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.