Sylhet View 24 PRINT

মাহির মন ভালো করার বিচিত্র উপায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৬ ১১:৫১:১১

সিলেটভিউ ডেস্ক :: অভিনেত্রী মাহিয়া মাহির সেদিন মন খারাপ ছিল। নিজের গাড়িটা নিয়ে বেড়াতে বের হয়ে যান তিনি। গন্তব্য রাজশাহী শহর থেকে গ্রামের দিকে। ইচ্ছা ছিল চোখ ভরে একটু প্রকৃতি দেখবেন। সে রকম পরিকল্পনা নিয়েই ঘুরতে বের হন তিনি। পথেই দেখা হয়ে যায় এক কৃষকের সঙ্গে, যিনি বাঁধাকপি নিয়ে বাজারে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। বয়স্ক মানুষটাকে দেখে তাঁর মন আরও খারাপ হয়। রিকশা ভ্যান থেকে সব কটি বাঁধাকপি কিনে বয়স্ক বিক্রেতার মন ভালো করে দেন মাহি। অন্যের মুখে হাসি ফুটলে তাঁর নিজেরও মন ভালো হয়ে যায়।

মাহির ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই জেনেছেন, ১০০টি বাঁধাকপি কিনেছেন তিনি। কিন্তু এ রকম ঘটনা এবারই প্রথম নয়। আগেও ফেরিওয়ালাদের কাছ থেকে সব পণ্য কিনে নিয়েছেন মাহি। মন খারাপ হলে এমন কাজ আগেও করেছেন তিনি। সেসবের মধ্যে ছিল চুড়ি, গলার মালা, ঝুড়িসহ আরও অনেক কিছু। তিনি জানান, একবার মন খারাপ নিয়ে গুলশানে ঘুরছিলেন তিনি।

এক সিগন্যালে দেখতে পান, একজন অনেকগুলো ঝুড়ি নিয়ে বসে আছেন। ওই ঝুড়িওয়ালার কাছ থেকে সব কটি ঝুড়ি কিনে নেন তিনি। অতগুলো ঝুড়ি দেখে তাজ্জব হয়ে যান মাহির মা।

তিনি বলেন, ‘মন খারাপ হলে আমি কারও না কারও সাহায্যে এগিয়ে যাই। আমাকে দিয়ে যদি কারও উপকার হয়, তাতে আমি শান্তি পাই।’ একবার পথশিশুদের ১০০ হাওয়াই মিঠাই কিনে দিয়েছিলেন। সেদিনের শিশুগুলোর আনন্দের ছবি আজও তাঁর চোখে ভাসে। আরেকবার কক্সবাজারের সমুদ্রসৈকতে এক কিশোরী কানের দুল ও গলার মালা বিক্রি করছিল। সারা দিন তেমন কিছু বিক্রি হয়নি বলে মন খারাপ করে ছিল সে। মাহি তার কাছ থেকে সবকিছু কিনে তাকেই উপহার দিয়েছিলেন।

সৌজন্যে : প্রথম আলো

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ -১৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.