Sylhet View 24 PRINT

বনানীতেই চিরঘুমে শাহীন আলম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৯ ১২:৪৫:৪৬

সিলেটভিউ ডেস্ক :: ঘণ্টা খানেক অপেক্ষার পর বনানী কবরস্থানেই দাফন করা হলো সদ্য প্রয়াত অভিনেতা শাহীন আলমকে। মঙ্গলবার সকাল ১০টায় বড় ভাইয়ের কবরের জায়গায় সমাহিত করা হয়েছে নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চিত্রনায়ককে।

যদিও সকালে বাবার মরদেহ নিয়ে কিছু সময় কবরস্থানের বাইরেই অপেক্ষা করতে হয়েছিল শাহীন আলমের ছেলে ফাহিম আলমকে। ঢাকা উত্তর সিটির মেয়রের অনুমতি না পাওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দিচ্ছিলেন কবরস্থান কর্তৃপক্ষ। অবশেষে সেই অনুমতি মিলেছে।

শাহীন আলমের দাফনের সময় সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা এবং নব্বইয়ের দশকের আরেক চিত্রনায়ক ওমর সানী।

সোমবার রাত ১০টার দিকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান চিত্রনায়ক শাহীন আলম। তার দুটি কিডনিই বিকল ছিল। পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন। এছাড়া মৃত্যুর আগে তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ঢাকাটাইমস/মিআচৌ-১৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.