Sylhet View 24 PRINT

যে শহরে আছে ‘কবরী রোড’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৮ ০০:৪২:২২

সিলেটভিউ ডেস্ক :: সদ্য প্রয়াত বাংলা সিনেমার পর্দা কাঁপানো ৬০’র দশকের শক্তিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী শুটিংয়ে চুয়াডাঙ্গায় এসেছিলেন ১৯৬৯ সালে। উঠছিলেন তৎকালীণ সিনেমা জগতের কীর্তিমান ক্যামেরা ব্যক্তিত্ব বেবী ইসলামের চুয়াডাঙ্গা শহরস্থ ওয়াপদাপাড়ার বাড়িতে। সেখানে অবস্থান করেছিলেন প্রায় এক মাস।

‘কখগঘঙ’ সিনেমার শুটিংয়ের কারণে ওই বাড়িতেই থাকতেন কবরী-রাজ্জাকসহ সিনেমার পুরো টিম। আর সেই বাড়িকে কেন্দ্র করেই ওই পুরো রাস্তার নাম হয়েছে কবরী রোড।
সম্পর্কিত খবর

ওই সিনেমার চিত্রগ্রাহক ছিলেন প্রয়াত বেবী ইসলাম। শুটিংয়ের খরচ কমানোর জন্য নিজ শহর চুয়াডাঙ্গায় সিনেমার চিত্রগ্রহণ করছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছিলো এই সিনেমার। পরে ১৯৭২ সালে মুক্তি পায় ‘কখগঘঙ’। কবরী রোডের ওই বাড়িটা এখন পরিণত হয়েছে ‘কবরী মেসে’।

সিলেটভিউ২৪ডটকম/ পূর্বপশ্চিমবিডি/ শাদিআচৌ-০১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.