Sylhet View 24 PRINT

বাঙালির ঐতিহাসিক বিজয়ের মাহেন্দ্রক্ষণ (ভিডিওসহ)

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৫-০৪-০৭ ২১:১৫:৫৪

১৯৭১। বাঙালীর হৃদয়ে উজ্জ্বল ইতিহাসের বছর - অমর এক নাম। ১৯৪৭ সালের পর পঞ্চাশের দশকে মহান ভাষা আন্দোলন, ষাটের দশকে গণআন্দোলন, গণঅভ্যূত্থান, সত্তরের দশকে মহান স্বাধীনতা যুদ্ধ। এসব আন্দোলন সংগ্রামের পেছনে রয়েছে লক্ষ লক্ষ প্রাণের তাজা রক্তের ইতিহাস।

১৯৭১ এর ২৫ মার্চ কালো রাতের আঁধারে এদেশের ঘুমন্ত বাঙালির উপর অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় পাকিস্তানি শাসকরা। একদিকে চলে নারকীয় হত্যাযজ্ঞ অন্যদিকে নিরীহ মা-বোনের উপর বর্বর নির্যাতন।

দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর শেষ পর্যন্ত যখন বাঙালিদের কাছে পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে হয় ঠিক সেই মূহুর্তই হলো বাঙালী জাতির সবচেয়ে আনন্দের ক্ষণ।

জানা যায়, প্রায় ২৪ হাজার এর মত পাকিস্তানি সেনাবাহিনী এই  আত্মসমর্পণে অংশ নেন। পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেল জামশেহ এই আত্মসমর্পণ এর নেতৃত্ব দেন । এই দুর্লভ ভিডিওটি ধারণ করে ব্রিটিশ এক টেলিভিশন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.