Sylhet View 24 PRINT

এ যুগের সুপাত্র

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-২৭ ০০:৫৬:৪১

আফরীন সুমু :: বিয়ের ব্যাপারে এ যুগে মোটামুটি সবাই সচেতন। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে মেয়েরা কেমন পাত্র চাইতে পারে অর্থাৎ এ যুগের সুপাত্রদের কি কি গুণ থাকা জরুরি সেটাই জেনে নিন—

♦ এখন সবজির বাজার গরম।

সুতরাং সুপাত্র হতে হলে পাত্রকে অবশ্যই প্রতিদিন তাজা সবজি কিনে খাওয়ানোর সামর্থ্য থাকতে হবে।
♦ পাত্রের ধৈর্য থাকতে হবে অপরিসীম। যাতে শপিং, ঘোরাঘুরি এবং সিরিয়াল দেখার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো মেয়েরা নির্বিঘ্নে সারতে পারে।

♦ এখনকার মেয়েরা নানা কাজে ব্যস্ত থাকে তাই তদের বিভিন্ন সময় রান্নার কাজে সহায়তা করার প্রয়োজন হতে পারে। এ জন্য পাত্রকে অবশ্যই রান্নায় ভালো দক্ষতার পরিচয় দিতে হবে।

♦ বেতনের টাকা নিয়ে কোনো ধরনের কারচুপি করা যাবে না। হাত খুলে খরচ করার মানসিকতা থাকতে হবে।

♦ মেয়ের বাড়ির আত্মীয়দের ব্যাপারে উদারতার পরিচয় দিতে হবে।

♦ বারোমাসের তেরো পার্বণে মেয়েকে উপহার দেওয়া মোটামুটি আবশ্যক।

তার আত্মীয়স্বজনকে দিতে পারলে আরও ভালো।
♦ পাত্রের বন্ধুবান্ধব মানেই উটকো ঝামেলা। সুতরাং বন্ধুবান্ধব যত কম হয় তত ভালো।

♦ রূপচর্চা, ফেসবুকিং এসব কাজে বাধা দেওয়ার কোনো অপশন নেই। প্রয়োজনে সহযোগিতা করতে হবে।

♦ অর্থনৈতিক বাজেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে হবে। এ ব্যাপারে কোনো ধরনের কৈফিয়ত গ্রহণযোগ্য নয়। একজন সুপাত্র এ ব্যাপারে সচেতন থাকবে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.