Sylhet View 24 PRINT

এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজেরও

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০২ ১০:৫৫:৩৩

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে রবিবার শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে জড়িতদের বিচারসহ ৯ দফা দাবিতে টানা আন্দোলন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অান্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা। এর প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডসহ একাধিক স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া পুলিশও শিক্ষার্থীদের পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত এই শিক্ষার্থীদের ওপর পুলিশ ও শ্রমিকদের আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে তিনি প্রশ্ন করেন, 'এগুলো কী হচ্ছে?'

ছবিগুলোর একটিতে দেখা যায়, কয়েকজন স্কুলছাত্রীকে লাঠি হাতে ধাওয়া করছেন এক পুলিশ কর্মকর্তা। আরেকটিতে দেখা যায়, এক স্কুলছাত্রের কলার চেপে ধরে তাকে শাসাচ্ছেন আরেকজন পুলিশ কর্মকর্তা। তৃতীয় ছবিটিতে দেখা যায়, এক শিশুর গলা চেপে ধরেছেন আইন-শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের আরেকজন কর্মকর্তা।.

প্রথম দু'টি ছবি শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। তৃতীয় ছবিটিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

সোহেল তাজের ফেসবুক থেকে সংগৃহীত।

সিলেটভিউ২৪ডটকম/০২ অগাস্ট ২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.