আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হজযাত্রা: কী করবেন, কীভাবে করবেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৮ ০০:৫১:৪৪

ভিনদেশীদের জন্য নতুন কোনো দেশ স্বাভাবিকভাবেই শুরুতে অচেনা মনে হয়। বাংলাদেশি হজযাত্রীদের জন্যও সৌদি আরব ঠিক তাই, একেবারে অদ্ভুত আর অচেনা পরিবেশ ।

তবে বাংলাদেশিদের হজযাত্রা ও হজের যাবতীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে মানচিত্র সম্বলিত একটি ছবি প্রকাশ করেছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়।সেখানে বিভিন্ন স্থানকে নম্বর অনুযায়ী সিরিয়োলে রেখে তীর চিহ্নের মাধ্যমে হজ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার প্রক্রিয়া দেখানো হয়েছে।

পাঠকদের জন্য পবিত্র হজ পালনের আদ্যোপান্ত তুলে ধরা হলো:

১. কাবা শরীফে ইহরাম বাঁধা

২. জিলহজ মাসের ৭ ও ৮ তারিখে মিনায় অবস্থান

৩. পরদিন সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতে গমন, সেখানে অবস্থান এবং সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা

৪. জিলহজ মাসের ৯ তারিখে মুজদালিফায় রাত্রিযাপন

৫. পরের দিন (ঈদ-উল-আজহা) জামারায় (শয়তানকে) পাথর নিক্ষেপ, পশু (উট, দুম্বা) কুরবানি করা ও মাথার চুল ছেঁটে ফেলা বা ন্যাড়া করা

৬. জিলহজের ১২ তারিখের মধ্যে তাওয়াফ জিয়ারত ও সাঈ করা,

৭. মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ এবং

৮. কাবা শরীফে ফিরে বিদায়ী তাওয়াফ

এই কাজগুলো ঈমানের সহিত সাঠিকভাবে সম্পন্ন করতে পারলে আপনি হয়ে যাবেন হাজী।মহান আল্লাহ্ তা’আলা সকল বাংলাদেশির হজ কবুল করুন। আমিন।

শেয়ার করুন

আপনার মতামত দিন