Sylhet View 24 PRINT

হ্রদের পানি সরতেই বেরিয়ে এল ৭০ বছর আগে হারিয়ে যাওয়া গ্রাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২০ ১০:০৩:৫৯

সিলেটভিউ ডেস্ক :: ৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত একটি গ্রাম। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে ইতালির টাইরোলে স্থানীয়দের মাধ্যে। নেটমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। অনেকে গ্রামটির ছবিও শেয়ার করেছেন।

জানা গেছে, রেসচেন পাসের কাছেই রয়েছে লেক রেসিয়া। হ্রদ থেকে পানি বের করা হচ্ছিল সেখানে। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নিচে ডুবে থাকা গ্রামটি। গ্রামটির নাম কিউরন। প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে।

১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময় বন্যায় গ্রামটি পানিতে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি দুটো হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে কিউরন গ্রামটি পানিতে তলিয়ে যায়। এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। সেই থেকে গ্রামটি হ্রদের নিচে সবার অগোচরে ছিল।

সূত্র : ইনডিপেনডেন্ট

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-১২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.