Sylhet View 24 PRINT

স্বল্প বসনা তসলিমাকে নিয়ে সমালোচনার ঝড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৭ ১৪:০৭:৫৪

মো. এনামুল কবীর :: বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের একটি ছবি নিয়ে তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সম্প্রতি এক মহিলা ফেসবুক ব্যবহারকারি তার নিজের ফেসবুক একাউন্টে তসলিমার কয়েকটি ছবি ‘আপলোড’ করেছেন। এর একটি ছবিতে দেখা দেখাযায় তসলিমা নাসরীন এমন একটি ফতোয়া পরে ছবির জন্য পোজ দিয়েছেন, যেটাতে তার বুকের খাজটা স্পষ্ট দেখা যাচ্ছে। একই পোশাকে আরও একজন নারীর সঙ্গে আরেকটি ছবিতেও তাকে হাস্যোজ্জল ভঙ্গিতে দেখা যায়।

ঐ ফেসবুক ব্যবহারকারি ছবিগুলো ফেসবুক থেকে পেয়েছেন বলে উলে­খ করেন।

তসলিমার এমন পোশাকের ছবি দেখে তুমুল সমালোচনা চলছে ফেসবুক এবং এর বাইরেও।

ফেসবুকেই এক ব্যবহারকারি লিখেছেন ‘বিতর্ক বিলাসী সুবিধাবাদী’।

আরেকজন লিখেছেন, ‘ আলোচনায় থাকার কৌশল’।

অবশ্য এরকম পোশাকে তসলিমা বরাবর অভ্যস্ত। তাছাড়া আলোচনায় থাকার জন্য তিনি প্রায়ই বিতর্কিত কাজ করেন।

কেউ কেউ বলছেন, প্রায় ৬০ বছর বয়সে এসেও তসলিমাকে এখন পুরোমাত্রায় ‘ভীমরতি’ পেয়ে বসেছে।

আবার আরেক সিনোম পাগল ভারত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিচালকদের আহ্বান জানিয়েছেন, নায়িকা না হোক অন্তত: শরীর সর্বস্ব সিনেমাগুলোতে ভ্যাম্প বা এজাতীয় চরিত্রে তসলিমা নাসরীনকে সুযোগ দেয়া হউক।

অবশ্য দর্শকদের দাবির মুখে তসলিমা সিনেমায় নামছেন কি-না সে সম্পর্কে এখনো কোন প্রতিক্রিয়া জানাননি।

সিলেটভিউ২৪ডটকম/৭জানুয়ারী২০১৬/এমইকে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.