Sylhet View 24 PRINT

নতুন বছরে যেসব ফোনে কাজ করবে না 'হোয়াটসঅ্যাপ'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-২৭ ০০:২৯:০৭

বর্তমান সময়ে ইনস্ট্যান্ট মেসেঞ্জিং ও ভয়েস সার্ভিসে যোগযোগের অন্যতম একটি মাধ্যম হোয়াটসঅ্যাপ।  এর ব্যবহারকারীদের জন্য রয়েছে কিছু সতর্কবাণী।  নতুন বছরের জানুয়ারি মাস থেকে বেশ কিছু স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা। কেননা, সেইসব ফোনের অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট কাজ করবে না।

ফেসবুকের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, আপনার ফোনে অ্যান্ড্রয়েড সিস্টেমটিটে লেটেস্ট আপডেটেড ইনস্টলড না থাকলে হোয়াটসঅ্যাপ আর চলবে না।  বছর শেষ হওয়ার আগে অ্যান্ড্রয়েড আপডেট করে নেওয়া প্রয়োজন। তা না হলে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না নতুন বছরে। নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

জানা ‌যাচ্ছে BlackBerry OS, BlackBerry 10 ও Windows Phone 8.0 ফোনে নতুন বছর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

অন্যদিকে-নোকিয়া এস ৪০ ফোনেও হোয়াটসঅ্যাপ চলবে না ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে। অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭-এ হোয়াটসঅ্যাপ আর চলবে না ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.