Sylhet View 24 PRINT

২০১৭ সালে যে ফোনটি বিক্রির তালিকার শীর্ষে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৫ ০০:৩৪:৪১

মার্কিন গবেষণা সংস্থা জিবিএইচ ইনসাইটসের প্রতিবেদনে উঠে এসেছে, গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলোর তালিকার শীর্ষে রয়েছে আইফোন।  জিবিএইচ ইনসাইটস ২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যগুলোর একটি তালিকা তৈরি করেছে, যাতে এক নম্বরে রয়েছে অ্যাপলের তৈরি আইফোন। গবেষণা সংস্থাটি বলছে, সারাবছর ভালো ব্যবসা করেছে অ্যাপল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এককভাবে আইফোনের কোন মডেল শীর্ষস্থান দখল করেনি। আইফোন-এইট, এইট-প্লাস ও আইফোন-এক্স মিলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসের তালিকার শীর্ষে রয়েছে। ২০১৭ সালে ২৩ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি হয়। আর দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং গ্যালাক্সি নোট-এইট এবং গ্যালাক্সি এস-এইট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ।  এছাড়া তৃতীয় স্থানে থাকা অ্যামাজন ইকো ডট ২ কোটি ৪০ লাখ, চতুর্থ স্থানে থাকা অ্যাপল ওয়াচ ২ কোটি এবং পঞ্চম স্থানে থাকা নিনটেন্ডো সুইচ ১ কোটি ৫০ লাখ বিক্রি হয়েছে। জিবিএইচ ইনসাইটস বলছে, এ বছরও সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যের তালিকায় শীর্ষে থাকবে আইফোন। কারণ, অ্যাপল তাদের আইফোন-এসই মডেলের আপডেটেড ভার্সন নিয়ে আসতে পারে। কলকাতা টুয়েন্টিফোর।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.