Sylhet View 24 PRINT

ইন্টারনেটের মাধ্যমে ক্ষমতায়নে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও ব্র্যাক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৪ ১৯:৩৯:২০

দেশজুড়ে পিছিয়ে পড়া শিশুদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টিতে কাজ করার উদ্দেশ্যে ব্র্যাকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এ চুক্তি সম্পন্ন হয়।

গ্রামীণফোনের পক্ষে চিফ প্রোকিওরমেন্ট অফিসার আবুল কাশেম মহিউদ্দিন আল আমিন. এবং ব্র্যাকের পক্ষে ডিরেক্টর স্ট্র্যাটেজ, কমিউনিকেশনস এন্ড এমপাওয়ারমেন্ট আসিফ সালেহ এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন.গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং ব্র্যাক এডুকেশন প্রোগাম এর ম্যানেজার আইসিটি মাসুম বিল্লাহ।

এ চুক্তির অধীনে গ্রামীণফোন, ব্র্যাকের গণকেন্দ্র প্রকল্প পরিচালিত বিদ্যালয়গুলোতে  আড়াইশ’টি  থ্রিজি ওয়াইফাই রাউটার এবং আড়াইশ’টি সিমকার্ড দিবে। এছাড়াও, গ্রামীণফোন সর্বমোট পাঁচশ’ বিদ্যালয়ে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ডাটা প্যাকেজ (প্রতিমাসে ৫ জিবি) দিবে যা ২০০,০০০ এর বেশি শিশু ইন্টারনেট ব্যবহার করতে পারবে। ব্র্যাক ২৫০ নির্বাচিত স্কুলে মোডেম এবং সিম এর সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবে।

এ চুক্তি নিয়ে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন বলেন, ‘আমরা ফোরজির নতুন যুগে প্রবেশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, এখন ইন্টারনেটের সহজলভ্যতা আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, আমাদের নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে, একই লক্ষ্য অর্জনে আমরা ব্র্যাকের সাথে কাজ করছি।’

ব্র্যাকের ডিরেক্টর স্ট্র্যাটেজ, কমিউনিকেশনস এন্ড এমপাওয়ারমেন্ট আসিফ সালেহ বলেন, বড় পরিসরে তথ্যপ্রযুক্তির ক্ষমতায়নে, ‘গ্রামীণফোনের প্রযুক্তিগত সহায়তায় আমরা আমাদের পরিচালনাগত দক্ষতার পূর্ণ ব্যবহার করব। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজেই ইন্টারনেট পৌঁছে যাবে। তাই আমরা এ প্রকল্পকে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত ভবিষ্যতের সূচনা হিসেবে দেখছি।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.