Sylhet View 24 PRINT

'জিহাদি' উপকরণ শনাক্ত করবে সফটওয়্যার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ০০:৪৪:২৩

অনলাইনে 'জিহাদি' উপকরণ শনাক্ত করবে সফটওয়্যার। সম্প্রতি এমনটি একটি সফটওয়্যার তৈরিতে ব্রিটেন কাজ করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তবে মুক্ত ইন্টারনেটের পক্ষের মানুষজন এটির তীব্র সমালোচনা করেছেন।

লন্ডনভিত্তিক একটি ফার্ম সফটওয়্যারটি তৈরি করছে। যার সক্ষমতা ৯৯.৯৯৫ শতাংশ পর্যন্ত প্রমাণিত বলে দাবি করা হয়েছে। এটি তৈরিতে ব্রিটিশ সরকার ছয় লাখ পাউন্ড অর্থ প্রদান করেছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, অনলাইনে জিহাদ সংক্রান্ত বিষয়বস্তু শনাক্ত এবং তাৎক্ষণিক-ভাবে মুছে দেয়ার এক নতুন ধরনের সফটওয়্যার তৈরি করা হচ্ছে। যেসব জিনিস মুছে দেবার ক্ষেত্রে সফটওয়্যারটি নিজে সিদ্ধান্ত নিতে পারবে না, সেটি মানব সিদ্ধান্তের জন্য ছেড়ে রাখবে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড বলেছেন, এই সফটওয়্যার টুলের মাধ্যমে ৯৪ শতাংশ আইএস এর কর্মকাণ্ড শনাক্ত করা সম্ভব।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.