Sylhet View 24 PRINT

আগামী বছর থেকে চাঁদেও চালু হবে '৪জি'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-০৩ ০০:২৭:৪৬

মানুষের চাঁদে পা রাখার পর কেটে গেছে ৫০ বছর। দীর্ঘদিন ধরেই মানুষ সেখানে বাসস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়ত সেটা বাস্তবে পরিণতও হতে পারে। কিন্তু এখন যদি চাঁদে গিয়েও মোবাইলেএ নেটওয়ার্ক পাওয়া যায়, সেক্ষেত্রে কেমন হবে!

শুনতে অবাক লাগলেও খুব সম্ভবত আগামী বছর থেকেই চাঁদেও ৪জি পরিষেবা চালু হতে চলেছে। ব্রিটেনের বিখ্যাত টেলিকম সংস্থা ভোডেফোন জানিয়েছে, ২০১৯ সালের মধ্যেই চাঁদে ৪জি পরিষেবা চালু করবে তারা। বৃহস্পতিবার সংস্থার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘নাসার তরফ থেকে ৫০ বছর আগে প্রথম চাঁদে পা রেখেছিল মানুষ, আর সেই ৫০ বছরের পূর্তিতেই পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে বসতে চলেছে ৪জি পরিষেবা। ভোডাফোনের তরফ থেকে এই ৪জি নেটওয়ার্কটি বসানো হবে। ২০১৯ সালের মধ্যেই কাজ সম্পন্ন হবে।‌’

এজন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সংস্থাটি। ‌এই প্রথম বেসরকারি উদ্যোগে চাঁদে অভিযান চালানো হবে। পুরো অভিযান চালাতে যা খরচ হয় তার থেকে অনেক কম খরচেই এই চন্দ্রাভিযানটি হবে বলে জানা গেছে।

পুরো প্রজেক্টটির আনুমানিক খরচ ধরা হচ্ছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভোডাফোন জার্মানি এবং অডি একসঙ্গে কাজটি করছে।  এই ৪জি নেটওয়ার্কটি সফল ভাবে চাঁদে চালু করা গেলে ১৮০০ মেগাহার্ৎজ ফ্রিকোয়েন্সি তৈরি হবে। যার সাহায্যে চাঁদ থেকে প্রথমবার লাইভ ভিডিও ফুটেজ পাঠানো সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে মাত্র ১১ দিনের জন্য কাজ করবে এই পরিষেবা। কারণ ওই সময়ের পরেই যে অংশে নেটওয়ার্কটি বসানো হবে, সেখানে তাপমাত্রার বিপুল পরিবর্তন হবে।‌‌


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.