Sylhet View 24 PRINT

ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৪ ০০:১৭:৪১

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়। আগামী ১৮ তারিখ পৃথিবীর দিকে আছড়ে পড়বে ঝড়টি। এমনটাই আশঙ্কাবাণী জানিয়েছেন রুশ বিজ্ঞানীদের একটি দল। তাদের দাবি, ওই ঝড় পৃথিবীর ম্যাগনেটোস্ফেয়ার বা চুম্বকমণ্ডল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার জেরে ব্যাপকভাবে ক্ষতি হবে টেলি যোগাযোগ।

ব্যাপক ক্ষতির মুখে পড়বে রেডার ব্ল্যাকআউট, রেডিও নেভিগেশন সিস্টেমসহ বিভিন্ন চৌম্বকীয় বা তড়িৎ-চৌম্বকীয় মাধ্যম নির্ভরশীল যন্ত্রপাতি। ফলে, এখন থেকে সাবধানতা নেওয়ার জন্যে বলা হয়েছে।

তবে, রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স-এর বিজ্ঞানীদের দাবি, কিছু কিছু সৌর-ঝড় মানুষসহ বিভিন্ন জীবের ক্ষতিও করে। যেমন—রক্ত চলাচল, রক্তচাপ ও শরীরে অ্যাডরেনালিনের সক্রিয়তায় প্রভাব পড়ে।

রুশ বিজ্ঞানীদের দাবি, ভয়ঙ্কর এই ঝড়ের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মাথাব্যথা, ঝিমুনি এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.