Sylhet View 24 PRINT

প্রেসার মাপতে ‘স্মার্ট গ্লাস’ আনছে মাইক্রোসফট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২১ ০০:২০:৩৩

মাইক্রোসফট পরবর্তী প্রজন্মের একটি ‘স্মার্ট গ্লাস’ নিয়ে কাজ করছে। ‘গ্লাবেলা’ নামের ওই গ্লাসটি পরিধানযোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর এর মাধ্যমে ব্যক্তি তার ব্লাড প্রেসার (রক্তচাপ) সম্পর্কে সঠিক ধারণা পাবেন বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে।

এক জার্নালে প্রকাশিত প্রবন্ধ থেকে জানা গেছে, ডিভাইসটিতে একটি অপটিক্যাল সেন্সর থাকবে। থাকবে প্রক্রিয়াকরণ ইউনিট, স্টোরেজ এবং যোগাযোগের কম্পোনেন্ট, যা পরোক্ষভাবে ব্যক্তির স্বাস্থ্যগত তথ্যগুলো সংগ্রহ করবে।গ্ল্যাবেলা সব সময় রক্তে থাকা বিভিন্ন কণিকার পরিমাণও জানাবে।এমনকি পরিধান যোগ্য ডিভাইসটি প্রতিটি হার্ট বিটের সময়কার তথ্যগুলোও রেকর্ড করে রাখতে সক্ষম হবে।

এখন পর্যন্ত গ্লাসটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখেছে মাইক্রোসফট। গ্ল্যাবেলা গ্লাস ক্লিনিক্যালি বাণিজ্যিক উদ্দেশ্যে কবে তৈরি শুরু হবে- সে ব্যাপারে কিছুই জানায়নি বিল গেটসের প্রতিষ্ঠানটি।

তবে মাইক্রোসফটের একদল বিজ্ঞানী গ্লাসটিকে পরবর্তী সময়োপোযোগী এবং আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বর্তমানে একটি পয়সার সমান চার্জেবল ব্যাটারি দিয়ে তারা ডিভাইসটি চালাচ্ছেন।

সূত্র: স্পেকট্রাম, আইবি টাইমস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.