আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বাংলালিংকের ইলেকট্রোনিক সিম রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-০৪ ১০:০৭:৩৯

সিলেটভিউ ডেস্ক :: বাংলালিংক সারা দেশে ইলেকট্রোনিক ও কাগজবিহীন সিম রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছে। মোবাইল ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার জন্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই উদ্যোগের ফলে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো প্রকার কাগজ ব্যবহারের প্রয়োজন না হওয়ায় সম্পূর্ণ প্রক্রিয়া আরও সহজে ও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও এর মাধ্যমে বৃদ্ধি পাবে বলে বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘বাংলালিংক সরকারের ইলেকট্রোনিক ও কাগজবিহীন সিম রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার উদ্যোগকে স্বাগত জানায়। এই উদ্যোগ মোবাইল গ্রাহকদের রেজিস্ট্রেশন ব্যবস্থা আরও সহজ করবে ও গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  যেহেতু এই উদ্যোগের ফলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কাগজের ব্যবহার প্রয়োজন হবে না, সেহেতু এটি একটি দৃষ্টান্তমূলক পরিবেশ-বান্ধব উদ্যোগও বটে।’

সিলেটভিউ২৪ডটকম/০৪ সেপ্টম্বর ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন