আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

যাত্রীর ছবি প্রচারে উবারের না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১২ ০০:৩৬:২০

যাত্রীদের ছবি ও ভিডিও প্রচার করতে পারবেন না কোনো উবার চালক। এমন নিষেধাজ্ঞা রেখে নতুন নীতিমালা তৈরি করেছে মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার উবারের একজন মুখপাত্র নতুন নীতিমালা তৈরির বিষয়টি নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে উবার চালকরা ভিডিও ও ড্যাশ ক্যামেরার পাশাপাশি অন্য রেকর্ডার ব্যবহার করতে পারবেন। নতুন নীতিমালায় সেই কনটেন্ট প্রকাশের অনুমতি বন্ধ করা হয়েছে।

চলতি বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস এলাকায় উবারের কয়েকশ’ যাত্রীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। এরপর গত সেপ্টেম্বরের শেষে নতুন নীতিমালা চূড়ান্ত করে উবার কর্তৃপক্ষ।

ওই মুখপাত্র বলেন, কোনো ব্যক্তির ছবি, অডিও বা ভিডিও রেকর্ডিং প্রকাশ করা নীতিবহির্ভূত কাজ। এর ফলে আমরা অনেক ব্যবহারকারী হারাতে পারি।

২০১৬ সালের শেষের দিকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। কিছুদিনের মধ্যেই এই সেবা জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকায় শুরুতে প্রাইভেট কার সার্ভিসের মাধ্যমে ব্যবসা শুরু করলেও পরবর্তী সময়ে বাইকও যুক্ত করা হয়।

শেয়ার করুন

আপনার মতামত দিন