Sylhet View 24 PRINT

পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার আশঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-২৬ ১২:২৪:০৭

সিলেটভিউ ডেস্ক :: পৃথিবীর খুব কাছে আসতে চলেছে গ্রহাণু। বিজ্ঞানীরা একে সম্বোধন করছেন ২০১৮ ভিপিআই হিসেবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এই তথ্য জানিয়েছে।

নাসার বিজ্ঞানীরা মনে করছেন, মার্কিন নির্বাচন যখন চলবে তখন এই গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর ফলে ভুখন্ডের কতটা ক্ষতি হতে পারে তা এখনও নিশ্চিত হন মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহাণু কি পৃথিবীকে স্পর্শ করতে পারে? সেটা খুঁজে বারা করাটাই এখন বড় চ্যালেঞ্জ মার্কিন এই গবেষণা সংস্থার কাছে।

তবে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ধেয়ে আসা গ্রহাণুর ব্যাস অবশ্য খুব বেশি নয়। আনুমানিক প্রায় ছয় ফুটের মতো হতে পারে। যদিও এই বিষয়ে আরও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।

তবে নাসার বিজ্ঞানীরা মনে করছেন একেবারে পৃথিবীকে শরীর ছুঁয়ে যাবে এই গ্রহাণু! ফলে কিছুটা হলেও ভুখন্ডে এটি আছড়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে মনে করছে নাসা। তবে এতে বড়সড় কোনও প্রভাবের আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

৩ নভেম্বরের আগেই ওই গ্রহাণু চলে আসছে পৃথিবীর কাছাকাছি। উলেখ্য, ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার পালোরমার অবজারভেটরিতে প্রথমবার এই গ্রহাণুর অস্তিত্ব সম্পর্কে জানতে পারা যায়। সেই থেকেই মহাকাশ গবেষকরা এই স্পেস-রকটির উপর নজর রাখছিলেন।

গত মাসখানেক কপাল জোরে কার্যত রক্ষা পায় পৃথিবী। আটটি আর্থ অবজেক্ট পৃথিবীর দিকে ধেয়ে আসে। প্রথমে পাঁচটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার কথা বলা হয়েছিল।

সিলেটভিউ২৪ডটকম/২৬ আগস্ট ২০২০/ঢাকাটাইমস/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.