Sylhet View 24 PRINT

ফেসবুকে নিজের সন্তানকে বিক্রি করতে চাওয়া বাবা গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-১৫ ১৩:৪১:৩৯

সিলেটভিউ ডেস্ক :: ফেসবুকে নিজের শিশু সন্তানকে বিক্রির চেষ্টাকালে এক বাবাকে গ্রেফতার করেছে মিশরের পুলিশ।

মিডলইস্ট মনিটরের ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

চরম আর্থিক সংকটের কারণে সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোনো উপায় ছিলো না বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি।

ওই বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি। পুলিশ বেশ কিছুদিন ধরেই তার অনলাইন কর্মকাণ্ডের বিষয়ে নজর রাখছিলো।
অবশেষে একটি গোপন অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন ক্রেতা শিশুটিকে কেনার জন্য ওই বাবাকে ভালো অফারও করেছিলেন।

করোনার মহামারির কারণে মিশরের অর্থনৈতিক অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। দেশটির জিডিপির প্রায় ১২ শতাংশ আসে পর্যটন থেকে।
মহামারির কারণে এ খাতটি একেবারেই ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

সৌজন্যে : এভিয়েশননিউজবিডি

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-২১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.