Sylhet View 24 PRINT

দুঃসংবাদ : পৃথিবীর কাছ ঘেঁষে যাচ্ছে দানব গ্রহাণু, সংস্পর্শে এলেই সর্বনাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ১০:০২:৫২

সিলেটভিউ ডেস্ক :: পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে অ্যাপোফিস। আশঙ্কা রয়েছে সামান্য সংস্পর্শে আসলেই বিপদ। যতক্ষণ না অ্যাপোফিস চুপচাপ কোনও ঝামেলা না করে পৃথিবী অতিক্রম করছে ততক্ষণ স্বস্তি নেই বিজ্ঞানীদের। খবর দ্য ওয়ালের।

জানা গেছে, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব যতটা, তার চেয়ে ৪৪ গুণ বেশি দূরত্ব দিয়ে বেরিয়ে যেতে পারে অ্যাপোফিস। কিন্তু যদি কোনওভাবে দূরত্ব কমে তার সঙ্গে পৃথিবীর সংস্পর্শে আসে তাহলেই সর্বনাশ। পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো জ্বলেপুড়ে যাবে। কাজেই এখন অ্যাপোফিসের দিকে সতর্ক নজর রেখে টেলিস্কোপ তাক করেছেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য, আকারে আয়তনে ১০০০ ফুট (৩০০ মিটার) অ্যাপোফিস। এটি এখন পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে ঠিকই, তবে ফিরে আসবে আট বছর পরে ২০২৯ সালে। সেই সময় পৃথিবীর সঙ্গে সংঘর্ষ লাগার সম্ভাবনা রয়েছে। ২০২৯ সালে অ্যাপোফিস যখন ফিরে আসবে তখন পৃথিবীর ১৯ হাজার মাইলের (৩১ হাজার কিলোমিটার) মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.