Sylhet View 24 PRINT

পৃথিবীর দিকে ধেয়ে আসছে 'নিবিরু' গ্রহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৫ ০০:২২:৪০

২০১৭ সালের অক্টোবর মাসেই পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করছেন কনস্পিরেসি থিয়োরিস্টরা। তাদের মতে, এ বছর অক্টোবরে নিবিরু নামে একটি রহস্যময় গ্রহই ধ্বংস করবে পৃথিবীকে।

'Planet X – The 2017 Arrival' বইটির লেখক ডেভিড মিড দাবি করেছেন, 'পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে এগিয়ে আসছে একটি গ্রহ। নিবিরু নামে একটি বৃহত্‍ গ্রহ। গ্রহটিকেই তিনি Planet X হিসেবে আখ্যা দিয়েছেন। ' মিডের বিশ্বাস, এ বছর অক্টোবরেই নিবিরু আছড়ে পড়বে পৃথিবীতে।

সৌরজগতে Planet X নামক গ্রহটি নিয়ে আগেও চর্চা হয়েছে। তবে এই গ্রহটির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা দ্বিধাবিভক্ত। তবে কন্সস্পিরেসি থিয়োরিস্টরা বিশ্বাস করেন, কয়েক হাজার বছর আগে নিবিরু গ্রহের তীব্র মাধ্যাকর্ষণ শক্তির জেরে ক্ষতিগ্রস্থ হয় সৌরজগতের বেশি কিছু গ্রহ।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.