Sylhet View 24 PRINT

৮০ বছর আগেও ছিল স্মার্টফোন!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-২৯ ০০:৫৪:৫২

আমজনতা এতদিন জেনে এসেছেন স্মার্টফোন আধুনিক সভ্যতার দান। আরও নির্দিষ্ট করে বলতে গেলে এই ধরুন এক যুগ এর আয়ু। কিন্তু এই ধারণা খানিক ধাক্কা খেল একটি ছবির বদৌলতে।

অনলাইন ম্যাগাজিন মাদারবোর্ডে সম্প্রতি একটি ছবি প্রকাশিত হয়েছে। ৮০ বছরের পুরনো এই ছবিতে এক নেটিভ আমেরিকানকে স্মার্টফোনের মতো দেখতে একটি বস্তু হাতে ধরে দেখা যাচ্ছে। শিল্পী উমবের্তো রোমানোর আঁকা 'Mr Pynchon and the Settling of Springfield' শীর্ষক এই ছবিটি ১৯৩৭ সালে আঁকা শেষ হয়। 

স্মিথসোনিয়ান ন্যাশনাল পোস্টাল মিউজিয়ামের তথ্য অনুযায়ী এই ছবির মিস্টার পিনকন আদতে স্প্রিংফিল্ড শহরের প্রতিষ্ঠাতা বিখ্যাত উইলিয়াম পিনকন। এই ছবিতে তার বাদিকে নিচে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে স্মার্টফোনের মতো কিছু ধরে। তার ভঙ্গি আবার সেলফি তোলার মতোই!

এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি টাইম ট্রাভেলও সত্যি! এই ব্যক্তি কি তবে আইফোন ব্যবহার করতেন! সূত্র: এই সময়

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.