Sylhet View 24 PRINT

রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরছেন পেগি হুইটসন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-০৩ ০০:৩৯:০০

রেকর্ড গড়ে মহাকাশে ২৮৮ দিন কাটিয়ে থেকে পৃথিবীতে ফিরছেন পেগি হুইটসন।  রবিবার সকাল ৬টা বেজে ৫২ মিনিট‌, নাসার এঞ্জিনিয়ার জ্যাক ফিশার এবং রুশ মহাকাশ গবেষণা সংস্থার কমান্ডার ফিয়োদোর ইউরচিখিনের সঙ্গে কাজাখস্তানে এসে পৌঁছবেন।

২০১৬ সালের ১৭ নভেম্বর রওনা দিয়েছিলেন তিনি। প্রায় ১৯৬৬ লক্ষ কিলোমিটার যাত্রাপথে পৃথিবীর চারিদিকে মোট ৪,৬২৩ বার চক্কর দিয়েছেন পেগি হুইটসন। এই নিয়ে তৃতীয়বারের মহাকাশ সফর সারলেন তিনি। গত বছর রওনা দেওয়ার আগেও দুইবার মহাকাশে গিয়েছিলেন তিনি। মোট ৩৭৭দিন কাটিয়েছিলেন। 

তৃতীয় যাত্রার পর তা বর্তমানে ৬৬৫দিনে গিয়ে ঠেকেছে। মার্কিন মহাকাশচারীদের মধ্যে যা সর্বোচ্চ। সর্বকালীন তালিকায় অষ্টম স্থানে রয়েছেন তিনি। এর আগে নাসার জেফ উইলিয়ামাস মহাকাশে ৫৩৪দিন কাটিয়েছিলেন। এ বছর ২৪ এপ্রিল তার পিছনে ফেলেন পেগি। 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.