Sylhet View 24 PRINT

প্রতি ১ মিনিটে নেট দুনিয়ায় কী চলে, জানাল গবেষণা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-২০ ০০:০৭:৩৮

সময় থেমে নেই। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিজ্ঞান-প্রযুক্তিও। একটা সময়ে যে ইন্টারনেটের কথা মানুষ কল্পনাতেও আনতে পারত না, আজ সেটাই তার প্রতিমুহূর্তের সঙ্গী। বিশ্বজুড়ে নেট খরচ ও বিভিন্ন স্মার্ট ডিভাইসগুলো যত পকেট ফ্রেন্ডলি হয়ে আসছে, ইন্টারনেট ব্যবহারের মাত্রাও ততই বাড়ছে। 

মাকড়সার জালের মতো বিছিয়ে থাকা ওয়েব দুনিয়ায় জড়িয়ে পড়ছি আমরা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, প্রতি ৬০ সেকেন্ডে নেট দুনিয়ায় কী কী ঘটে চলে। এক মিনিটে কী ধরনের ডেটা তথ্য লেনদেন ও অর্থ ব্যয় হয়, তারও একটি তালিকা প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম।
 
সেই পরিসংখ্যান অনুযায়ী, ইনস্টাগ্রামে প্রতি মিনিটে প্রায় ৪৬ হাজার ২০০ ছবি শেয়ার হয়। আর এতে ব্যয় হয় ৭ লক্ষ ৫১ হাজার ৫২২ ডলার। ১৮ লক্ষ স্ন্যাপ সৃষ্টির পাশাপাশি প্রতি মিনিটে টিন্ডারে ৯ লক্ষ ৯০ হাজার সোয়াইপ করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য খোঁজার জন্য প্রতি মিনিটে ৩৫ লক্ষ বার গুগলে অনুসন্ধান করেন।
 
ইউটিউবে ৬০ সেকেন্ডে প্রায় ৪১ লক্ষ ভিডিও দেখা হয়। টুইটারে প্রতি মিনিটে প্রায় ৪ লক্ষ ৫২ হাজার ২০০ টুইট করে মানুষ। এই একই সময়ে প্রায় ৯ লক্ষ বার লগ ইন করা হয় ফেসবুকে। মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে ১৫ হাজার জিআইএফ পাঠানো হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.