Sylhet View 24 PRINT

ব্যবহৃত ‘টয়লেট পেপার’ থেকেই উৎপন্ন করা যাবে বিদ্যুৎ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-২০ ০০:০৮:৫৯

টয়লেট পেপার ব্যবহারের পর এবার আর ফেলবেন না ডাস্টবিনে৷ কারণ এই টয়লেট পেপারের উপকারিতার কথা শুনলে অবাক হয়ে যাবেন আপনি। কারণ বিজ্ঞানীদের মতে এই পেপার থেকেই শক্তি উৎপাদন করা যেতে পারে৷ এমনকি উৎপন্ন করা যেতে পারে বিদ্যুৎ, যা প্রকৃতির জন্যও আশীর্বাদ বলে প্রমাণিত হতে পারে

বিজ্ঞানীদের মতে, ফেলে দেওয়া টয়লেট পেপার renewable electricity উৎপাদন করতে পারে সহজেই এবং এর জন্য ব্যয়ও খুব বেশি হবে না৷ আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ব্যবহৃত টয়লেট পেপার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এই পদক্ষেপ যুগান্তকারী হতে চলেছে৷

টয়লেট পেপার প্রয়োজনীয় আবার মহা মূল্যবানও৷ কিন্তু এর মধ্যে রয়েছে কার্বনের উৎস, ৭০-৮০ শতাংশ সেলুলোজ(শুষ্ক)৷ আর এসবই প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনে৷ তাই এসব জানার পর টয়লেট পেপার হয়ে উঠতেই পারে মূল্যবান৷

সোলার বা উইন্ড এনার্জি-এর সরবরাহে অনেকসময় ঘাটতি থাকলেও টয়লেট পেপার এমন একটি উৎস, যার যোগানে ঘাটতি হবে না৷ পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যয় বেশি হবে না বলেই মত গবেষকদের৷

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.