Sylhet View 24 PRINT

আমিরাতের ভিসা পেতে লাগবে যে সার্টিফিকেট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১০ ০০:৫৯:৩১

আবেদনের সঙ্গে সদাচারণের সনদ জমা দিতে হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে চাইলে। সোমবার আমিরাতের পক্ষ থেকে এ ধরণের ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে নতুন আইন কার্যকর হবে। সেই প্রস্তাব করা হয়েছিল ২০১৭ সালে। প্রস্তাবটি বিবেচনার পর এ ধরণের সিদ্ধান্ত জানানো হয়েছে।

সদাচারণের সনদ সংগ্রহ করতে হবে নিজ দেশ থেকে। তবে সর্বশেষ যে দেশে পাঁচ বছর কাটিয়েছেন, সেখান থেকেও সদাচারণের সনদ নেওয়া যাবে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কূটনৈতিক মিশন অথবা কাস্টমার হেপিনেস সেন্টারে জমা দিতে হবে ভিসার জন্য করা আবেদনের সঙ্গে।

নতুন এ আইনকে অহেতুক ঝামেলা বলে অনেকেই অভিযোগ করলেও আমিরাত বলছে, নিরাপদ সমাজ গড়ার লক্ষেই এ ধরনের আইন করা হয়েছে। তবে ভ্রমণ ভিসায় যাওয়া ব্যক্তিরা এ আইনের আওতায় পড়বেন না।

সূত্র : গালফ নিউজ।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.