Sylhet View 24 PRINT

বই লিখে রাজপরিবারের সমর্থন হারালেন অন্তর্বাস নির্মাতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১২ ০০:৪২:৫০

১৯৬০ সাল থেকে রাজপরিবারের সদস্যদের অন্তর্বাস সরবরাহ করে আসছিলেন জুন কেনটন। সবকিছু ঠিকঠাকই চলছিল। বিপত্তি বাঁধে রাজপরিবারের সঙ্গে হওয়া অভিজ্ঞতা নিয়ে বই লেখায়।

সেখানে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, তার মা, পূত্রবধূ প্রিন্সেস ডায়না ও প্রিন্সেস মার্গারেটকে নিয়েও অনেক স্পর্শকাতর বিষয় তিনি 'স্ট্রম ইন এ ডি-কাপ' বইয়ে বর্ণনা করেছেন।

এর ফলে বুধবার ব্রিটিশ রাজপরিবার জুন কেনটনের প্রতিষ্ঠান 'রিগবি অ্যান্ড পেলার' এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। কেনসিংটন ভিত্তিক এই প্রতিষ্ঠান এখন থেকে আর রাজকীয় পোশাক প্রদর্শন করতে পারবে না।

বইতে জুন কেনটন দাবি করেন, 'তিনিই রাণীর পোশাক ঠিক করে দিতেন। ওই সময় রাণী অর্ধনগ্ন থাকতেন। কুকুরের সামনেই রাণী পোশাক বদল করতেন। সন্তান উইলিয়াম ও হ্যারিকে দেয়ার জন্য ডায়ানা তার কাছ থেকে অন্তর্বাসের পোস্টার নিতে সম্মত হয়েছিলেন।'  সূত্র : ডেইলি মেইল

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.