Sylhet View 24 PRINT

সানগ্লাসের মধ্যে দিয়ে কি দেখছেন এই চীনা সুন্দরী!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১২ ০১:০২:৩২

চীনের হেনান প্রদেশের রাজধানী ঝেংঝোও'র রেল স্টেশনগুলোতে সন্দেহভাজনদের ধরতে ফেসিয়াল রিকগনিশন সানগ্লাস ব্যবহার করছে চীনা পুলিশ। বছরের শুরুতে মূল গুগল গ্লাসের মতো দেখতে এই স্মার্ট গ্লাস প্রকাশ্যে আসে। ইতোমধ্যে সাতজন অভিযুক্ত আসামীকে ধরতে এই গ্লাস সাহায্যে করেছে বলে জানিয়েছে চীনের পুলিশ প্রশাসন।

এই গ্লাসের নির্মাণ সংস্থা জানিয়েছে, এই গ্লাসগুলো একটি ডেটাবেসের সঙ্গে যুক্ত। এর মাধ্যমে ভ্রমণকারীদের মধ্যে থেকে সন্দেহভাজন অপরাধীদের চেহারা মেলানো হয়। বাস্তবে কাউকে দেখার পর চেহারা মেলাতে এটি কত সময় নেয় তা এখনও স্পষ্ট নয়।

পরীক্ষাকালে দেখা যায়, এই ব্যবস্থাটি প্রতি সেকেন্ডে এক লাখ ছবির ডেটাবেস থেকে চেহারা মিলিয়ে শনাক্ত করতে পারে। এখনও পর্যন্ত এই গ্লাস ব্যবহার করে শনাক্ত করা সন্দেহভাজন আসামীদের মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘন থেকে শুরু করে অন্যান্যরাও রয়েছে।

ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা প্রথম হলেও, অপরাধীদের ধরতে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীনা পুলিশ। তবে অপরাধীদের ধরতে এমন ব্যবস্থা একেবারেই প্রথম বলে জানানো হয়েছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.