Sylhet View 24 PRINT

ব্রিটেনে কাদের বলা হয় অভিজাত?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১৪ ০০:৫০:৩৩

ব্যক্তি হিসেবে আমি কি অভিজাত না কি সাধারণের কাতারে? অনেকের মনেই হয়তো এই প্রশ্ন জাগে। কিন্তু উত্তরটা রয়ে যায় অজানা। এই সমস্যার সমাধানে প্রশ্নটির জবাব দিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তাদের মতে, একজন মানুষ অভিজাত কি না, তা প্রমাণের মাপকাঠি হলো তিনি কতটুকু সংস্কৃতি মনস্ক।

কোন কোন বিষয় একজন মানুষকে অভিজাতদের কাতারে আনে তা জানতে ব্রিটেনের এক হাজার ৬০০ মানুষের ওপর সমীক্ষা চালিয়েছে অবজারভার। এদের মধ্যে ৭৬ শতাংশ মানুষ মনে করে, যাঁরা অপেরা দেখতে যান তাঁরা অভিজাত। ৭২ শতাংশ মানুষ ব্যালে নাচের অনুষ্ঠান দেখতে যাওয়া ব্যক্তিদের বলছেন অভিজাত। অন্যদিকে মাত্র ৩৬ শতাংশ মানুষ থিয়েটার উপভোগ করাকে অভিজাতদের কাজ বলে মত দিয়েছেন। আর জাদুঘরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন মাত্র ১৮ শতাংশ।

অবশ্য এই জরিপে বয়সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫৮ শতাংশ থিয়েটারে যাওয়াকে অভিজাতদের কাজ মনে করে।

পক্ষান্তরে, ৬৫ বছর বয়েসীদের মধ্যে এই হার মাত্র ২২ শতাংশ।

এই জরিপেই উঠে এসেছে খাওয়ার জন্য পাবে বসে খাবার খাওয়া, সিনেমা দেখতে যাওয়া, সরাসরি গানের অনুষ্ঠান শোনা এবং কমেডি শো’তে যাওয়ার মতো বিষয় না কি অভিজাত মানুষের কাজ নয়।

তাই এসব বৈশিষ্ট্য মিলিয়ে দেখে নিন যে আপনি অভিজাত না কি তা নন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.