Sylhet View 24 PRINT

একমাসে ৩শতাধিক নারীকে ধর্ষণ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১২ ০০:৪৫:৩১

চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য আফ্রিকায় ৩শতাধিক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। মিলিশিয়া যোদ্ধারা এই অপরাধটি করেছে। ফেব্রুয়ারি মাসে মধ্য আফ্রিকা রিপাবলিকে মিলিশিয়া সেনারা বহু নারীকে অপহরণ এবং ধর্ষণ করেছে।

বৃহস্পতিবার 'মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস'-এর পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি ১৭ ফেব্রুয়ারি আফ্রিকার উত্তরপশ্চিম দিকের একটি গ্রামের ১০ নারীর চিকিৎসা করতে গিয়ে পুরো ঘটনাটি জানতে পারে। ওই নারীরা দু'সপ্তাহ আগে পর্যন্ত কোনোধরনের চিকিৎসা করাতে ভয় পাচ্ছিলেন। কারণ, তাদের আশঙ্কা ছিল, চিকিৎসা করালে আবার মিলিশিয়ারা হামলা চালাবে।

যে হাসপাতালে ধর্ষিতা নারীদের চিকিৎসা চলছে সেখানকার এক চিকিৎসক সোলমেন আমোনিয়া জানান, ‌কিছু নারী এখনও সেই দুঃস্বপ্ন থেকে বের হতে পারছেন না। ভয়ে কেউ-কেউ প্যারালাইজড হয়ে গিয়েছেন। অনেকে কথাও বলতে পারছেন না।

এক চিকিৎসক বলেন, 'কিছু নারীর শরীরে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিজের চোখের সামনে এটা দেখতে পারছি না, আমি সত্যি এই ঘটনা দেখে মর্মাহত|'

সূত্র: রয়টার্স

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.