আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কিউবায় কাস্ত্রো যুগের অবসান, নতুন উত্তরসূরি দিয়াজ কানেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৯ ১৫:৪৮:৩০

রাউল কাস্ত্রো ও দিয়াজ কানেল

কিউবার পার্লামেন্ট রাউল কাস্ত্রোর ঘনিষ্ট বা ডান হাত হিসেবে পরিচিত মিগুয়েল দিয়াজ কানেলকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে। কয়েক যুগ পর কমিউনিস্ট শাসিত কিউবায় এখন কাস্ত্রো পরিবারের বাইরে নতুন নেতৃত্ব আসছে।

কাস্ত্রো পরিবারের বাইরের নেতৃত্বের কিউবা কিভাবে এগুবে, তা নিয়ে এখন অনেক আলোচনা চলছে। ৮৬ বছর বয়সী রাউল অবসরে যাচ্ছেন। তিনি ২০০৬ সালে তার ভাই ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

রাউল প্রেসিডেন্ট হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তা উল্টে গেছে। রাউল দেশের ভেতরেও বেশ কিছু সংস্কার কার্যক্রম শুরু করেছিলেন।

কিউবার নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে মনোনীত করেছে দেশটির পার্লমেন্ট। তবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দিয়াজ কানেলের নাম ঘোষণা করা হবে।

রাউল প্রেসিডেন্টের পদ ছাড়লেও কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে তাদের প্রভাব আগের মতোই বহাল থাকবে। তিনি ২০২১ সাল পর্যন্ত দলটির প্রধান হিসেবে থাকবেন, তিনিই কমিউনিস্ট পার্টিকে নিয়ন্ত্রণ করবে। নীতিগত বিষয়ে নির্দেশনা দেবে পলিটব্যুরো।


সিলেটভিউ২৪ডটকম/১৯ এপ্রিল ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন