আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মিয়ানমারে ভূমিকম্পের আঘাত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৩ ১৬:১৯:২৫

সিলেটভিউ ডেস্ক :: মিয়ানমারের বাগো অঞ্চলের ফিউ’তে সোমবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।

তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া বিভাগ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, স্থানীয় সময় মধ্যরাতের পর ইয়াঙ্গুনের ১৫৬ কিলোমিটার ও ফিউ’র ৪৬.৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

উল্লেখ্য, শুক্রবারের পর থেকে গত কয়েকদিনে ফিউ’র আশেপাশে চারবার ভূমিকম্প অনুভূত হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৩ এপ্রিল ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন