আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

টরন্টোর গাড়ি হামলাকারী সেই যুবক 'নারী বিদ্বেষী'!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ০০:৪৭:৫৭

কানাডার টরন্টোতে রাস্তায় পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়া ব্যক্তি একজন নারী বিদ্বেষী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু পোস্ট ও সহপাঠিদের বক্তব্য শুনে এমন দাবি করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, ২৫ বছর বয়সী অ্যালেক মিনাসিয়ান টরোন্টোর উত্তরের শহরতলী রিচমন্ড হিলের বাসিন্দা। এর আগে পুলিশের খাতায় কখনো কোনও অপরাধে তার নাম ওঠেনি। কিন্তু টরোন্টো শহরের ব্যস্ত রাস্তায় ইচ্ছাকৃতভাবেই সে পথচারীদের উপরে গাড়ি উঠিয়ে দেয়। ওই ঘটনায় দশজন নিহত হয়েছেন। আহত হয়েছেনে ১৫ জন।
 
কানাডার পুলিশ বলছে, ওই যুবক হামলার ঠিক আগে অনলাইনে রহস্যজনক কিছু বার্তা পোস্ট করেন। যা থেকে ধারনা করা হচ্ছে তিনি নারী বিদ্বেষী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে অপর এক হামলার জন্য দায়ী ব্যক্তির প্রশংসা করে বক্তব্যও দিয়েছেন।
 
এদিকে তার একজন সহপাঠী তাকে সামাজিকভাবে বিদঘুটে প্রকৃতির বলে বর্ণনা করেন। তিনি কারো সাথে মেলামেশা করতেন না। স্কুলে তিনি 'বিশেষ সহায়তা দরকার' এমন তালিকাভুক্ত ছিলেন। স্কুলে একা একা হেটে বেড়াতেন এবং স্কুলের ক্যাফেতেও একা বসেই খেতেন।'

শেয়ার করুন

আপনার মতামত দিন