আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মোবাইল ফোনের জন্য নিজ বাড়িতেই আগুন দিল কিশোর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২০ ০০:৩৬:৫০

ইন্দোনেশিয়ায় একটি মোবাইল ফোনের জন্য নিজের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে এক কিশোর। ১৬ বছর বয়সী ওই কিশোরের বাড়ি পূর্ব-জাভার পোনোরোগো এলাকার জাম্বুনে।

জানা গেছে, বাবা-মায়ের কাছে সে একটি মোবাইল ফোন চেয়েছিল, কিন্তু তার বাবা ওই সময় হাতে অর্থ না থাকায় আগামী ঈদুল ফিতরের সময় ফোন কিনে দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু ছেলে তা মানতে নারাজ। ক্রোধান্বিত হয়ে সে রান্নাঘরে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো বাড়ি পুড়ে যায়। আসবাবপত্র, নগদ অর্থ ও ঘরের সরঞ্জমাদির ক্ষতি হয়েছে।

জাম্বুনের পুলিশ প্রধান ডিজোকো উইনারতো জানান, শনিবার এ ঘটনা ঘটেছে। ওই ছেলের বাবা গাম্ব্রেক পেশায় একজন কৃষক। সে বাবা-মায়ের কাছে একটি ফোন চেয়েছিল। কিন্তু তার বাবা আগামী ঈদুল ফিতর পর্যন্ত অপেক্ষা করতে বলায় সে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুরো বাড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, এর আগে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য সে তার বাবা-মাকে হত্যার হুমকিও দিয়েছিল। বেপরোয়া গাড়ি চালানোর জন্য বেশ কয়েকবার সে ঝগড়াও বাঁধিয়েছে।

সূত্র: জাকার্তা পোস্ট।

শেয়ার করুন

আপনার মতামত দিন