আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চিঠি দিয়ে কিমের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৪ ২২:১৩:১৮

উত্তর কোরীয় নেতা কিম জং উন সাম্প্রতিক একটি বিবৃতিতে ‘ক্ষুব্ধ ও প্রকাশ্য শত্রুতামূলক’ মনোভাব প্রকাশ করেছেন -এমন অভিযোগ তুলে তার সঙ্গে সিঙ্গাপুরের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কিমকে এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমি আপনার সঙ্গে বৈঠকের জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আপনার সাম্প্রতিক এক বিবৃতি ছিল ক্ষোভে ভরা এবং প্রকাশ্য শত্রুতামূলক। তাই আমি মনে করি পূর্ব নির্ধারিত বৈঠকটির জন্য এখন যথাযথ সময় নয়।

ট্রাম্প চিঠিতে আরও লেখেন, আপনি আপনার পারমাণবিক সক্ষমতার কথা বলেছেন। কিন্তু আমাদের কাছে এর চেয়েও ভয়াবহ ও শক্তিশালী অস্ত্র রয়েছে। কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এগুলো কখনও ব্যবহৃত না হয়।

এদিকে, আজই বিস্ফোরণ ঘটিয়ে পুংগিয়ে-রি পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করে উত্তর কোরিয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

শেয়ার করুন

আপনার মতামত দিন