Sylhet View 24 PRINT

‘একঘরে হয়ে যাবে ইসরাইল’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২১ ০০:৩৮:৫৫

অন্যায় আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে আমেরিকা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, ইসরাইলের আগ্রাসী পদক্ষেপকে গ্রহণযোগ্য ও যৌক্তিক হিসেবে তুলে ধরার কোনো উপায় নেই ।

সংগঠনটি এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকার এ পদক্ষেপের কারণে বর্ণবাদী ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে হয়ে পড়বে। 

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে ইসরাইলবিরোধী আখ্যা দিয়ে আমেরিকা তা থেকে বেরিয়ে যাওয়ার পর হামাস এ প্রতিক্রিয়া জানাল।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও মার্কিন পদক্ষেপকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন।

আমেরিকা ২০১৭ সালে ইসরাইলের অন্যায় তৎপরতার বিরুেদ্ধ প্রস্তাব পাস করার কারণে ইউনেস্কো থেকেও বেরিয়ে গেছে। আমেরিকা এ ধরনের পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করছে তাদের সরকার মূলত ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত এবং জনগণ ও মানবাধিকার তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.